ভাষা ও সংস্কৃতি
লিখেছেন-বাপ্পি মজুমদার ইউনুস
নাঙ্গলকোটের ভাষাতে নোয়াখালীর ভাষার সংমিশ্রণ বেশী। চট্টগ্রামের কিছু চলিত ভাষাও এখানে পরিলক্ষিত হয়।সাধারণত নাঙ্গলকোটের ভাষা মিশ্র ভাবের।
তাছড়া সংস্কৃতিতে নাঙ্গলকোটে তেমন একটা কিছু নাই।স্থানীয় সংস্কৃতির মধে লোকগীতির প্রচলন বেশী।আধুনিক গানের সাথে তাল মিলিয়ে নাঙ্গলকোট সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে আছে।
নাঙ্গলকোটে সংস্কৃতি বিভাগে যারা কাজ করছে তাদের নাম-
অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন। শেখ রাসেল পরিষদ ইত্যাদি।
আমরা অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আমাদের আলোকিত নাঙ্গলকোটের অবস্থা বিশ্বে দরবারে তুলে ধরতে।
লিখেছেন-বাপ্পি মজুমদার ইউনুস
নাঙ্গলকোটের ভাষাতে নোয়াখালীর ভাষার সংমিশ্রণ বেশী। চট্টগ্রামের কিছু চলিত ভাষাও এখানে পরিলক্ষিত হয়।সাধারণত নাঙ্গলকোটের ভাষা মিশ্র ভাবের।
তাছড়া সংস্কৃতিতে নাঙ্গলকোটে তেমন একটা কিছু নাই।স্থানীয় সংস্কৃতির মধে লোকগীতির প্রচলন বেশী।আধুনিক গানের সাথে তাল মিলিয়ে নাঙ্গলকোট সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে আছে।
নাঙ্গলকোটে সংস্কৃতি বিভাগে যারা কাজ করছে তাদের নাম-
অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন। শেখ রাসেল পরিষদ ইত্যাদি।
আমরা অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আমাদের আলোকিত নাঙ্গলকোটের অবস্থা বিশ্বে দরবারে তুলে ধরতে।
1 comments:
আলহামদুলিল্লাহ
Post a Comment